তাপমাত্রার নতুন রেকর্ড পেতে যাচ্ছে ইউরোপে

প্রকাশ | ২৭ জুন ২০১৯, ১৮:৩৩

অনলাইন ডেস্ক

কেবল বাংলাদেশ নয়, এবার তীব্র গরমে পুড়ছে ইউরোপও। জার্মানি, পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রে চলতি মাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তবে এই দেশগুলোতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। কতদিন এই তাপপ্রবাহ চলবে তা বলতে পারেনি আবহাওয়া বিভাগ। তাই সব হাসপাতালকে সতর্ক থাকতে বলেছে ফরাসি সরকার।

এক প্রতিবেদনে জানা যায়, ফ্রান্স ও সুইজারল্যান্ড-সহ কিছু দেশে বৃহস্পতিবার (২৭ জুন) ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াবে।

আবহাওয়াবিদরা বলছেন, উত্তর আফ্রিকার দিকে থেকে বিশেষ ধরনের গরম বায়ু প্রভাবিত হচ্ছে। যার প্রভাব পড়ছে ইউরোপে।

বর্তমানে ইউরোপের প্রায় বেশির ভাগ দেশ ‘অ্যারেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে। এটি তাপমাত্রার সর্বোচ্চ ধাপ ‘রেড’-এর নিচের সতর্কতা। কীভাবে ঠান্ডা থাকা যায়- তা নিয়ে পরামর্শ দিয়ে যাচ্ছেন স্থানীয় কর্তৃপক্ষ।

আবহাওয়াবিদরা জানিয়েছে, উত্তর-পূর্ব স্পেনের কিছু অঞ্চলে শুক্রবার তাপমাত্রা ৪৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। ইংল্যান্ডে গরম হাওয়ার প্রকোপ কম হলেও শনিবার নাগাদ লন্ডন-সহ কিছু কিছু এলাকায় ৩০ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে।

স্প্যানিশ কর্মকর্তারা ইতিমধ্যে বনাঞ্চলে আগুনের ঝুঁকি নিয়ে সতর্ক করেছে।

আবহাওয়ার বিরূপ অবস্থার কারণে ফ্রান্সের স্কুলগুলোতে পরীক্ষায় বিঘ্ন ঘটছে। অনেক জায়গায় ছুটি দেওয়া হয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, তাপমাত্রার এই পরিবর্তন পৃথিবীর জলবায়ুতে বড় ধরনের পরিবর্তন ঘটাবে।

সাহস২৪.কম/ইতু