নিউইয়র্কে বিক্ষোভ, গ্রেপ্তার ৬৭ জন

প্রকাশ : ২৪ জুন ২০১৯, ২৩:২২

সাহস ডেস্ক

জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা নিয়ে যথাযথ সংবাদ প্রকাশ না করার অভিযোগ তুলে এর নিন্দা এবং প্রতিবাদ জানাতে আসা ৬৭ জনকে গ্রেপ্তার করেছে নিউইয়র্কের পুলিশ। 

২৩ জুন (রবিবার) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মিডটাউনে ব্রায়ান্ট পার্ক থেকে বিক্ষোভ-মিছিল নিউইয়র্ক টাইমস অফিসের দিকে আসে। সেখানে থেকে মোট ৬৭ জনকে নিকটস্থ পুলিশ স্টেশনের হাজতে নেয়ার কথা স্বীকার করেছে কর্তৃপক্ষ।

এ কর্মসূচির আয়োজন করে মানবাধিকার সংস্থা ‘এক্সিনশন রিবিলিয়ন এওয়াইসি’। এর মুখপাত্র ইভ মুশের বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও ভয়াবহ পরিস্থিতি ধেয়ে আসছে গোটা বিশ্বে।

এমন একটি সংকট জেনেও নিউইয়র্ক টাইমস-সহ প্রধান গণমাধ্যমগুলো জনসচেতনতা তৈরির জন্যে তেমনভাবে কোন সংবাদ প্রচার করছে না।

এ ধরনের আরেকটি কর্মসূচি নিউইয়র্ক সিটি হলের সামনে করা হবে বলেও ম্যানহাটান ক্রিমিনাল কোর্ট থেকে জামিনে মুক্তি পাওয়া লোকজন জানান। সিটি কাউন্সিল যাতে জলবায়ু পরিবর্তনের ইস্যুকে ‘ক্লাইমেট ইমার্জেন্সি’ অভিহিত করে অবিলম্বে একটি বিল পাশ করে, সে দাবিতে ওই কর্মসূচি পালন করা হবে। 

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত