‘বায়ু’র আঘাতে নিহত ৬, শতাধিক ট্রেন বাতিল

প্রকাশ : ১৩ জুন ২০১৯, ১২:০৩

সাহস ডেস্ক

প্রবল বেগে ভারতের গুজরাট উপকূলের দিকে ধেয়ে আসছে সাইক্লোন ‘বায়ু’। এই ঝড়ের প্রভাবে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন স্থানে ৬ জন মারা গেছে। বাতিল করা হয়েছে শতাধিক ট্রেন।

এদের মধ্যে নর্মদায় দু’জন, তাপিতে দু’জন, দাং এলাকায় একজন ও গান্ধীনগরে একজনের মৃত্যু হয়েছে।

এই ঘূর্ণিঝড় মোকাবেলায় ব্যপক ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে ৩ লক্ষ ১০ হাজার মানুষকে। তাদের জন্য ৭০০ টি সাইক্লোন শেল্টার খোলা হয়েছে।

জানা যায়, ঘূর্ণিঝড় বায়ু আছড়ে পড়বে গুজরাট উপকূলের ভেরাভাল ও দ্বারকার মাঝে। মহারাষ্ট্র ও গোয়ায় ইতিমধ্যেই এই ঝড়ের প্রভাবে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। 

১৩ জুন (বৃহস্পতিবার) গুজরাট উপকূলে পোরবন্দরের কাছে ‘বায়ু’ আছড়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘূর্ণিঝড় মোকাবেলায় ন্যাশনাল ম্যানেজমেন্ট রিলিফ ফোর্স প্রায় ৫২টি দল প্রস্তুত রেখেছে। সমুদ্রে অপেক্ষা করছে ভারতীয় সেনা ও নৌবাহিনীর ১০ কলাম এয়ারক্রাফট ও যুদ্ধজাহাজ। গুজরাটের ১০ জেলায় ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করা হয়েছে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত