‘ফণী’র প্রভাবে চাঁদপুর অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত, আহত ৫

প্রকাশ : ০৪ মে ২০১৯, ১১:৫১

সাহস ডেস্ক

গভীর রাতে চাঁদপুরের তিনটি গ্রামে ঘূর্ণিঝড় ফণীর আঘাতে অর্ধশত বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় কমপক্ষে ৫ জন আহত হন।

৩ মে (শুক্রবার) চাঁদপুর সদর রাজরাজেশ্বর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রাজরাজেশ্বরে কোনো আশ্রয় কেন্দ্র না থাকায় এই ভয়াবহ ঘূর্ণিঝড়ের সময় যে যার বাড়িতে অবস্থান করছিলেন বলে জানিয়েছে এলাকাবাসী।

ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হজরত আলী ব্যাপারী জানান, আজ শনিবার ভোররাতের দিকে শিলারচর, খাসকান্দি, মান্দের বাজার গ্রামের ওপর দিয়ে ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ঝোড়ো বাতাস বয়ে যায়। আনুমানিক ৫০টি ঘর পুরোপুরি আর ৬টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করতে ইউপির চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে (ইউএনও) কানিজ ফাতেমা।

এছাড়া হাইমচর ইউনিয়নে ১০ থেকে ১২টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। তবে উপজেলায় বিভিন্ন এলাকায় ফসলেও ক্ষয়ক্ষতি হয়েছে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত