হুমকিতে বাংলাদেশের এক কোটি ৯৪ লাখ শিশু

প্রকাশ : ০৫ এপ্রিল ২০১৯, ১৬:১৩

সাহস ডেস্ক

ঘূর্ণিঝড়, বন্যাসহ জলবায়ু পরিবর্তনজনিত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের হুমকিতে রয়েছে বাংলাদেশে এক কোটি ৯৪ লাখ শিশু। এ কারণে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় আরও বেশি করে উদ্যোগী হতে বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ।

শুক্রবার (৫ এপ্রিল) জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর বলছেন, "জলবায়ু পরিবর্তন বাংলাদেশের সবচাইতে দরিদ্র জনগোষ্ঠীর জন্য আরও বেশি ঝুঁকি তৈরি করছে। তারা তাদের শিশুদের পর্যাপ্ত খেতে দিতে পারছে না, তাদের সুস্থ রাখতে পারছে না। তাদের শিক্ষা ব্যাহত হচ্ছে।"

উষ্ণায়নের কারণে বদলে যাচ্ছে বিশ্বের চিত্র। উষ্ণায়নে গলছে হিমবাহের বরফ, উত্তপ্ত হচ্ছে সমুদ্র, বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ, ব্যাহত হচ্ছে স্বাভাবিক ঋতুচক্র। দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি, স্থানচ্যুত হচ্ছে মানু্ষ।

প্রতিবেদনটি বলছে, খরা বা সাইক্লোনের মতো মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধির অর্থ হল এতে আক্রান্ত পরিবারগুলো আরও বেশি দরিদ্র হচ্ছে। এসব প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত পরিবারগুলো যখন ঘরবাড়ি হারাচ্ছে, তখন সেই পরিবারের শিশুরা অর্থ উপার্জনের জন্য কোন কাজে যোগ দিতে বাধ্য হচ্ছে। এর ফলে শিশুদের নানা ধরনের নির্যাতনের শিকার হওয়ার সম্ভাবনা বাড়ছে।

বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান একেবারেই সামনের কাতারে।

প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবজনিত কারণে ক্ষতিগ্রস্ত হওয়া শিশুর মধ্যে এক কোটি ২০ লাখ শিশুর বসবাস নদীভাঙন এলাকায়। ৪৫ লাখ শিশুর বসবাস উপকূলীয় এলাকায়, সেখানে ঘূর্ণিঝড়ের হুমকিতে থাকতে হয় তাদের। এ ছাড়া খরার ঝুঁকিতে রয়েছে আরও ৩০ লাখ শিশু।

প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, ২০৫০ সাল নাগাদ পরিবেশ বিপর্যয়ের কারণে ভুক্তভোগীদের সংখ্যা দ্বিগুণ হবে। এ ছাড়া মিয়ানমার থেকে আশ্রয় নেয়া রোহিঙ্গা শিশুরা রয়েছে সবচেয়ে ভয়াবহ অবস্থায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত