পঞ্চগড়ে অবৈধ ড্রেজার বন্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

প্রকাশ : ০১ এপ্রিল ২০১৯, ১৩:০৯

ডিজার হোসেন বাদশা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অবৈধভাবে ড্রিল-ড্রেজার (বোমা) মেশিন দিয়ে পাথর উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে পরিবেশ আন্দোলন পঞ্চগড় নামে একটি সংগঠন।

‘ড্রেজার হাটাও, পঞ্চগড় বাঁচাও’ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (৩১ মার্চ) বিকেলে পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্ক কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মহাসড়কে ঘণ্টাব্যপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণ করেন বাংলাদেশ নদী আন্দোলন পঞ্চগড়, ডিবেট এসোসিয়েসন পঞ্চগড়, ভূমি রক্ষা আন্দোলন কমিটি, পঞ্চগড় অনলাইন জার্নালিস্ট এসোসিয়েসন, জাগ্রত তেঁতুলিয়া, শিক্ষক সমিতি, জেলা পাথর বালি ও ভাসা কাঠ উত্তোলনকারী প্রমিক ইউনিয়নের সদস্যসহ সাধারণ জনগণ।

মানববন্ধনে বক্তারা আগামী প্রজন্মের কথা চিন্তা করে অবৈধ ড্রেজার মেশিন বন্ধসহ ভূমিকম্প থেকে জেলাকে রক্ষার জন্য জোর দাবি জানান। ড্রেজার মালিকদের মেশিন বন্ধের আহ্বান জানিয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন।

মানববন্ধনে বক্তব্য দেন, পরিবেশ আন্দোলন পঞ্চগড়ের আহব্বায়ক এ্যাড. আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, মিজানুর রহমান মুনা, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপেন চন্দ্র রায়, জেষ্ঠ্য সাংবাদিক শহিদুল ইসলাম শহিদ, সাংবাদিক শাহজালাল প্রমুখ।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত