অতিথি পাখির কলকাকলিতে মুখরিত জাবি

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৯, ১৬:১২

সাহস ডেস্ক

অতিথি পাখির অভয়ারণ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখন মুখরিত পাখিদের কলকাকলিতে। জলাশয়ে লাল শাপলার মাঝে তাদের বিচরণ আর উড়াউড়ি, এক মনোরম দৃশ্য। বিভিন্ন দেশের নানা প্রজাতির পাখি ডানা মেলছে ক্যাম্পাসের এখানে-সেখানে। যা দেখতে ছুটে আসছেন দর্শনার্থীরা।

শীত এলেই অতিথি পাখির ভিড় জমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। জলাশয় তো বটেই, পুরো ক্যাম্পাস জুড়েই যেন বসে পাখির মেলা। প্রতিবছরের মত এবারো অতিথি পাখির কলকাকলিতে মুখরিত গোটা ক্যাম্পাস। কখনো জলাশয়ে আবার কখনোবা আকাশজুড়ে পাখির দল বেঁধে বিচরণ জন্ম দেয় নয়নাভিরাম দৃশ্যের।

শীতের আগে আগে পৃথিবীর উত্তর গোলার্ধের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রজাতির হাজার হাজার পাখি দক্ষিণ এশিয়ার নাতিশীতোষ্ণ অঞ্চল বাংলাদেশে আসে। তাদের ৯ থেকে ১০ শতাংশই থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তবে অতিথি পাখি দেখতে আসা দর্শনার্থীদের উপস্থিতি বেড়ে যাওয়ায় পাখিদের এই আবাসস্থল বিপন্ন হচ্ছে। কোলাহলে নষ্ট হচ্ছে বসবাসের পরিবেশ। কমে আসছে অতিথি পাখির সংখ্যা।

জাবির লেকগুলোতে অতিথি পাখির পাশাপাশি বিভিন্ন প্রজাতিসহ বিলুপ্ত প্রজাতির পাখিরও দেখা মেলে। সচরাচর যেসব পাখি দেখা যায় তার মধ্যে উল্লেখযোগ্য হল-জলময়ূর, ডুবুরি, খোঁপা ডুবুরি, ছোট পানকৌরি, বড় পানকৌরি প্রভৃতি প্রজাতি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত