জলবায়ু পরিবর্তজনিত দুর্যোগে অর্থনৈতিক ব্যয় বেড়েছে: জাতিসংঘ

প্রকাশ : ১২ অক্টোবর ২০১৮, ১৩:০১

সাহস ডেস্ক

গত দুই দশকে জলবায়ু পরিবর্তজনিত দুর্যোগের অর্থনৈতিক ব্যয় বেড়েছে। এখন এ ধরনের দুর্যোগে ব্যয় হয় দুই লাখ ২৫ হাজার কোটি মার্কিন ডলার। যা গত ২০ বছরে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগে ১৫০ শতাংশের বেশি।

বুধবার (১০ অক্টোবর) জাতিসংঘের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

জাতিসংঘের দুর্যোগ প্রশমন সংস্থা (ইউএনআইএসডিআর) বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে ভয়াবহভাবে আবহাওয়া পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। বিশেষ করে বন্যা ও ঝড়ের ক্ষেত্রে এ প্রভাব থাকছে।  ১৯৭৮ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে ব্যয় হয় ৮৯ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার। কিন্তু ১৯৯৮ থেকে ২০০৭ সাল পর্যন্ত এ ধরনের দুর্যোগে ব্যয় দাঁড়ায় দুই লাখ ২৫ হাজার কোটি মার্কিন ডলার।

এতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও ভারত সবথেকে বেশি অর্থনৈতিক ব্যয় করে। ইউএনআইএসডিআর এর সমীক্ষায় দেখা যায়, ১৯৯৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ঝড় ও বন্যার মতো দুর্যোগসহ ছয় হাজার ছয়শ’য়ের বেশি জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ সৃষ্টি হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত