বঙ্গোপসাগর ও আন্দামান সাগর এলাকায় লঘুচাপের সৃষ্টি

প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৮, ১৩:৩২

সাহস ডেস্ক

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি এখনও একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে।

এ বিষয়ে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বাসসকে বলেন, লঘুচাপটি আরো ঘণীভূত হয়ে উত্তর-পশ্চিমে অগ্রসর হতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এছাড়া, আজ সকাল ৯ টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ এবং দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ২১ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৩৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ৫৩ মিনিটে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত