আবারও ভারতের দুটি আন্তর্জাতিক নাট্যোৎসবে প্রাঙ্গণেমোর

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১৮, ১২:২৯

সাহস ডেস্ক

বাংলাদেশের প্রথম সারির উল্লেখযোগ্য নাট্যদল “প্রাঙ্গণেমোর” আমন্ত্রিত হয়ে ভারতের দুটি আন্তর্জাতিক নাট্যোৎসবে অংশগ্রহণ করবে।

আগামী ১৪ ডিসেম্বর ঋত্বিক নাট্যদল বহরমপুর আয়োজিত ১৭-তম দেশ বিদেশের নাট্য মেলায় প্রাঙ্গণেমোর-এর দর্শক নন্দিত প্রযোজনা “আমি ও রবীন্দ্রনাথ” এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ৩৪-তম কল্যাণী নাট্য উৎসবের উদ্বোধনী দিনে প্রাঙ্গণেমোর-এর আরও একটি দর্শক নন্দিত প্রযোজনা “হাছনজানের রাজা” মঞ্চায়ন করতে ২৬ সদস্যের দল ভারত যাচ্ছে প্রাঙ্গণেমোর।

“আমি ও রবীন্দ্রনাথ” নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ এবং “হাছনজানের রাজা” নাটকটি রচনা করেছেন শাকুর মজিদ এবং নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা।

নাটক দু’টি তে অভিনয় করেছেন নূনা আফরোজ, অনন্ত হিরা, আওয়াল রেজা, রামিজ রাজু, সরোয়ার সৈকত, মাইনুর তাওহীদ, শুভেচ্ছা রহমান, তৌহিদ বিপ্লব, সবুক্তগীন শুভ, প্রকৃতি শিকদার প্রমুখ।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত