হানিফ সংকেতের মৃত্যু নিয়ে গুজব

প্রকাশ : ২৫ মে ২০২২, ১৭:৫৬

সাহস ডেস্ক

জনপ্রিয় বিনোদনধর্মী ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নির্মাতা ও জননন্দিত উপস্থাপক হানিফ সংকেতের মৃত্যুর গুজব ছড়িয়েছে। মঙ্গলবার (২৪ মে) রাত থেকে ফেসবুকের পোস্টে বলা হয়, হানিফ সংকেত মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। যদিও এসব খবরটির কোনো ভিত্তি নেই, এটি নিছক গুজব বলেন হানিফ সংকেত। তবে এ ব্যাপারে বুধবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে হানিফ সংকেতের ব্যক্তিগত সহকারী কাজী কিবরিয়া মিঠু বলেন, ‘স্যারের মৃত্যু নিয়ে ফেসবুকে যা রটেছে সেটি পুরোটাই গুজব। এর কোনো ভিত্তি নেই। এটি মিথ্যা অপপ্রচার। হানিফ সংকেত সম্পূর্ণ সুস্থ আছেন। তিনি কাজ নিয়ে ব্যস্ত আছেন।’

তিনি আরও বলেন, গুজবটি যারা ছড়াচ্ছেন তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজটি করছেন। এটা নিঃসন্দেহে একটা অনৈতিক কাজ। এভাবে মানুষজনকে আতঙ্কের মাঝে ফেলার কোনো মানে হয় না। এদিকে মঙ্গলবার ফেসবুকে বিভিন্ন আইডি থেকে হানিফ সংকেতের মৃত্যু নিয়ে বিভিন্ন পোস্ট দেওয়া হয়। এক পোস্টে লেখা হয় -‘শোক এবং শ্রদ্ধা, জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির উপস্থাপক, প্রযোজক ও নির্মাতা বিশিষ্ট গুণীজন হানিফ সংকেত আজ সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমরা গভীর শোক প্রকাশ করছি।’

অপর একটি পোস্টে লেখা হয়, ‘শোক সংবাদ, সকলের সুপরিচিত ও জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির প্রযোজক, উপস্থাপক, ব্যবস্থাপক, আয়োজক খ্যাতিমান ও স্বনামধন্য সকলের পরিচিত মুখ জনাব হানিফ সংকেত আজ সকালে এক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করিয়াছেন।’

প্রসঙ্গত, এর আগে গত বছরের জুনে ‘ইত্যাদি’র নিয়মিত আইটেম নানা-নাতির ‘নাতি’ নিপু মারা গেছেন বলে গুজব ছড়ানো হয়। সে সময় হানিফ সংকেত গণমাধ্যমকে জানিয়েছিলেন, খবরটি গুজব। ফেসবুকে কিছু মানুষ আছে, তারা কোনো কিছু না বুঝেই উল্টাপাল্টা খবর ছড়ায়। নিজেদের পাবলিসিটি করে। এদের শাস্তির আওতায় আনা উচিত। ওই ঘটনার এক বছরের মাথায় এবার হানিফ সংকেতেরই মৃত্যুর গুজব ছড়ানো হলো।

সাহস২৪.কম/টিএ/এসটি/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত