আমিরের যে আচরণে কষ্ট পেয়েছিলেন রানী

প্রকাশ : ১৭ মে ২০২২, ২০:৩২

সাহস ডেস্ক

নব্বইয়ের দশকে বলিউড কাঁপানো নায়িকার নাম রানী মুখার্জি। ‘গোলাম’ ও ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় অভিনয়ের পর তারকাখ্যাতি পেয়ে যান রানী। যদিও শুরুতে অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল না রানীর। মায়ের ফুঁসলানোতে নেমেছিলেন অভিনয়ে। কিন্তু একবার বলিউডের রঙিন জগতে পা রাখার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। সিমি গারেওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে রানী জানান, বলিউড ইন্ডাস্ট্রিতে ভালো রকম যোগসূত্র থাকার পরও শুরুতে তিনি অভিনয়ের মৌলিক বিষয়গুলোই জানতেন না। শুরুর দিকের কিছু ব্যর্থতার পর নব্বইয়ের দশকে ‘গোলাম’ চলচ্চিত্রে জুটি বাঁধেন আমির খানের সঙ্গে। ব্যবসাসফল হয় ছবিটিও। তিনি বলেন, ‘আমির খানের সঙ্গে আমার একটি মজার অভিজ্ঞতা আছে। কিশোরী বয়সে আমি আমির খান ও শাহরুখ খানের ভক্ত ছিলাম। তাই একদিন আমিরের অটোগ্রাফ নিতে ‘লাভ লাভ লাভ’ ছবির সেটে যাই। সেদিন জুহি চাওলার সঙ্গে আমির খান অভিনয় করছিলেন।’

‘আমি তার কাছে গেলাম, তখন বোধহয় একটা শটের মাঝখানে ছিল। আমি খুবই উত্তেজিত ছিলাম। অটোগ্রাফ বইয়েও লিখেছিলাম ‘প্রিয় আমির’। তখন মাত্র ‘কেয়ামত সে কেয়ামত তাক’ মুক্তি পেয়েছে, আমির ছিলেন সব কিশোরী মেয়ের স্বপ্নের পুরুষ! আমি খুব লজ্জা ভাব নিয়ে তার সামনে গেলাম, কিন্তু তিনি আমার প্রতি খুব রূঢ় আচরণ করলেন। খাতাটা নিয়ে স্রেফ সই করে দিয়ে দিলেন। আমার খুবই কষ্ট লেগেছিল সেদিন,’ বলেন রানী। তবে সেদিনের কষ্ট পাওয়ার কথা ‘গোলাম’ ছবির সেটেই আমিরকে স্মরণ করিয়ে দিতে ভোলেননি রানী। তিনি বলেছিলেন, আমির, তোমার কি মনে পড়ে ‘লাভ লাভ লাভ’-এর শুটিংয়ের সময় ছোট্ট একটা মেয়েকে তুমি অটোগ্রাফ দিয়েছিলে? সেই মেয়েটা ছিলাম আমি। তুমি কিন্তু তখন আমার প্রতি রুঢ় আচরণ করেছিল। তবে আমির বিষয়টি অস্বীকার করলে রানী বাসায় গিয়ে সেই অটোগ্রাফের খাতা দেখান। আমির খান-রানী মুখার্জি অভিনীত ‘গোলাম’ মুক্তি পায় ১৯৯৮ সালে। পরে ছবিটি হিট হলে এটি তামিল ভাষায়ও রিমেক করা হয়। এর পর ২০১২ সালে ‘তালাশ’ সিনেমায় আবারও একসঙ্গে দেখা যায় আমির-রানীকে।

সাহস২৪.কম/টিএ/এসটি/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত