প্রীতিলতার মতো নিজেকে গড়ে তুলতে চাই

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩০

সাহস ডেস্ক

এ যেন অন্য পরী। অভিযান- জেল- কোর্ট মাড়াতে মাড়াতে বেশ হাপিয়ে যাওয়ার কথা যেকোনো সুস্থ্য স্বাভাবিক মানুষেরই। কিন্তু এসব যেন নিমিষেই তুড়ির উপর উড়িয়ে বিষ্ফোরণ হয়ে ফিরলেন ঢাকাই চলচিত্রের মিষ্টি মুখ পরীমনি। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী নেতৃত্ব প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিত হচ্ছে পরীর সিনেমা 'প্রীতিলতা'। তাই তিনিও যেন ফিরলেন প্রীতিলতার বেশেই। প্রীতিলতার মতোই নিজেকে শক্তিশালী ও মহীয়সী করে গড়ে তুলতে চান নিজেকে।

আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ফজলুল হক স্মৃতি মিলনায়তনে 'মিট দ্য প্রীতিলতা' শীর্ষক সিনেমাটির প্রচারনা ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্মাতা রাশিদ পলাশ, মুখ্য অভিনেত্রী পরীমনিসহ 'টিম প্রীতিলতা'।

এ সময় পরীমনি বলেন, আমি এখনও প্রীতিলতা হিসেবে গড়ে উঠতে পারিনি। প্রীতিলতার মতো নিজেকে গড়ে তুলতে চাই। চরিত্রটি ফুটিয়ে তুলতে আমি আত্মবিশ্বাসী।

এর পূর্বে প্রীতিলতার মায়ের জন্য লেখা চিঠিটি পড়ে শোনান অভিনেত্রী শম্পা রেজা। সিনেমাটির বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করেন তরুণ নির্মাতা রাশিদ পলাশ।

প্রযোজনা প্রতিষ্ঠান ইউফরসির প্রযোজনায় 'প্রীতিলতা'র চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী।

সাহস২৪.কম/জেএস/এসটি/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত