জন্ম ও প্রয়াণ দিবস ঘিরে এস এম সোলায়মান স্মারকানুষ্ঠান ২০২১

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২১, ০০:৩৮

সাহস ডেস্ক
ছবি: সংগৃহিত

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য নাট্যজন এস এম সোলায়মানের ২০তম প্রয়াণ দিবস ও ৬৮তম জন্মদিনকে ঘিরে স্মারকানুষ্ঠান আয়োজন করছে নাট্যদল থিয়েটার আর্ট ইউনিট। কিংবদন্তির ৬৮তম জন্মদিন ২৯ সেপ্টেম্বর। চলতি মাসের ২২ সেপ্টেম্বর ছিলও তাঁর প্রয়াণ দিবস।

আয়োজক এস এম সোলায়মানের প্রতিষ্ঠিত নাট্যদল থিয়েটার আর্ট ইউনিট সূত্রে জানা যায়, ‘এস এম সোলায়মান স্মারকানুষ্ঠান ২০২১’  ব্যানারে আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে অনুষ্ঠিত হবে।

নাট্যজন সেলিম মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালন করবেন চন্দন রেজা ও ফেরদৌস আমিন বিপ্লব। এতে স্মারক বক্তব্য রাখবেন প্রফেসর ড. রতন সিদ্দিকী। লেখক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ এবং বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

অনুষ্ঠানে এস এম সোলায়মানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করবেন নাট্যজন আমিনুর রহমান মুকুল (পালাকার) ও ড. সাইদুর রহমান লিপন (চেয়ারম্যান, নাট্যকলা বিভাগ, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়)।

আলোচনা অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৭টায় এস এম সোলায়মানের নাট্যরূপ দেওয়া ঢাকার মঞ্চের অন্যতম সফল নাটক ‘আমিনা সুন্দরী’ প্রদর্শিত হবে।

 

সাহস২৪.কম/এসটি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত