ভার্টিগো রোগে আক্রান্ত পরীমণি

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৩:২১

সাহস ডেস্ক

চলতি মাসের প্রথম দিন (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। কারামুক্তির ১২ দিন পর রবিবার (১২ সেপ্টেম্বর) হাসপাতাল থেকে ঘুরে এলেন এ নায়িকা।

অপরদিকে দীর্ঘ ২৭ দিন কারাবাসে থাকার ফলে মানসিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছেন পরীমণি। গায়ে হালকা জ্বর, সেই সঙ্গে ভার্টিগো রোগের কারণে সম্প্রতি চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন নায়িকা। হাসপাতালে বেশিক্ষণ থাকতে হয়নি তাকে। চেকআপ করিয়ে বাসায় ফিরেছেন তিনি।

এর আগেই জানা যায়, ভার্টিগো নামের একটি রোগে আক্রান্ত পরী। অনেক দিন ধরেই রোগটি তাকে ভোগাচ্ছে। প্রায়ই হাসপাতালে ছুটতে হয় তাকে। এ জন্য ভারতে গিয়েও চিকিৎসা নিয়েছেন তিনি। কিন্তু পুরোপুরি আরোগ্য লাভ করতে পারেননি।

পরীমণির সঙ্গে যোগাযোগ করে জানতে চাওয়া হয় হাসপাতালে যাওয়ার কারণ জানতে চাইলে পরীমণি জানালেন, মূলত রেগুলার চেকআপের জন্য হাসপাতালে যাওয়া। তাছাড়া, বেশ কয়েকদিন ধরে ঠান্ডা-জ্বর। কিছুটা অস্থিরতাও কাজ করছে। 

পরীমণি বলেন, ‘হাসপাতালের তো রেগুলার যাওয়া হয়। কারামুক্তির পর পরই যাওয়ার কথা ছিলো। কিন্তু আমি চেয়েছিলাম দ্রুত কাজে ফিরতে। বলতে পারেন কাজে ফেরার জন্য হাফিয়ে উঠেছিলাম। কাজ তো শুরুও করলাম। দুইদিন ডাবিং করার পর আজ মনে হলো চিকিৎসকের কাছে যাওয়া উচিত। তাই যাওয়া।’

প্রসঙ্গত, শুটিং নয়, ‘মুখোশ’ চলচ্চিত্রের ডাবিং দিয়েই যাত্রা শুরু করেছেন প্রতিবাদী এই অভিনেত্রীর। গত মঙ্গলবার ও বুধবার ঢাকার একটি স্টুডিওতে ডাবিং করেছেন তিনি। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই শুটিংয়ে অংশ নিবেন পরীমণি। শুরুতে বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবন অবলম্বনে নির্মাণাধীন ‘প্রীতিলতা’ সিনেমার ক্যামেরার সামনে দাঁড়াতে পারেন নায়িকা। জামিনে মুক্তি পাওয়ার পর পরীমণির সঙ্গে দেখা করেছেন ‘প্রীতিলতা’র পরিচালক রাশিদ পলাশ।

সাহস২৪.কম/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত