প্রথমবার কীর্তন গেয়ে মাতালেন ইমন

প্রকাশ : ২৭ আগস্ট ২০২১, ১২:০২

সাহস ডেস্ক

জাতীয় পুরষ্কারপ্রাপ্ত পশ্চিমবঙ্গের সংগীত শিল্পী ইমন চক্রবর্তী আধুনিক গান, রবীন্দ্রসংগীত থেকে শুরু করে সব ধরনের গানেই মন জয় করেছেন দর্শকদের। এবার প্রথমবার কীর্তন গাইলেন তিনি। জন্মাষ্টমীর দিনকে মাথায় রেখে আগামী ২৮ অগাস্ট জেএসই মিউজিক প্রকাশ করতে যাচ্ছে 'জগৎ সাজে বৃন্দাবন' শিরোনামের অরিজিনাল কীর্তন। আর সেই গানেই কন্ঠ দিয়েছেন ইমন। গানটি লিখেছেন আকাশ চক্রবর্তী, সুর করেছেন ইমনের স্বামী সুরকার নীলাঞ্জন ঘোষ। ঘনিষ্ঠ যারা গানটি প্রকাশের আগেই কীর্তনটি শুনেছেন, তারা ভূয়সী প্রশংসা করেছেন।

জাতীয় পুরষ্কারসহ একাধিক অন্যান্য পুরষ্কার পেয়েছেন ইমন। কীর্তনাঙ্গ রবীন্দ্রসঙ্গীতে আগে গাইলেও অরিজিনাল কীর্তনে এই প্রথম।

এ প্রসঙ্গে ইমন বলেন, ‘এখনকার দিনে নতুন কীর্তন গাইতে হবে এটা শুনেই খুব অন্যরকম লেগেছিল। গানটা কীর্তনের বৈশিষ্ট্যগুলিকে ভেবেই তৈরি করা হয়েছে। এখানে যন্ত্রসংগীত আয়োজনেও রাখা হয়েছে চিরাচরিত কীর্তনের স্বাদ। ছোটবেলায় অনেক কীর্তন শুনেছি। বাড়ির সামনে দোলের সময় কীর্তন হতো, এখনও হয়। আমি নিজেও কীর্তন শিখেছি। এই শোনা আর শেখার অভিজ্ঞতা মিলিয়েই গানটা করা।’ 

এই গানটির দারুণ মিউজিক ভিডিও করা হয়েছে। ভিডিওটি বানিয়েছেন জোনাই সিং।
 

সাহস২৪.কম/জিজি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত