আসছে 'ছিটমহলের ছায়াছবি'

প্রকাশ | ০৯ জুলাই ২০২১, ১৬:২৫

অনলাইন ডেস্ক

কাজী রশিদুল হক পাশার রচনা এবং আফরোজা সুলতানার প্রযোজনায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে নাটক 'ছিটমহলের ছায়াছবি'।

২০১৫ সালের ১ আগস্ট বাংলাদেশ ও ভারত স্থল সীমান্ত চুক্তির মাধ্যমে ছিটমহলগুলো বিনিময় করে নেয়। এর ফলে দীর্ঘ ৬৮ বছরের অবরুদ্ধ ও নাগরিকত্বহীনতা থেকে মুক্তি পায় ১৬২ ছিটমহলের বাসিন্দারা।

বাংলাদেশের মধ্যে ভারতের একটি ছিটমহলের বাসিন্দা দুই বোন ছায়া ও ছবি। ছিটমহলটি বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে গেলে দুই বোন বাবার সঙ্গে ভারতে চলে যায়। কিন্তু ছিটমহলে জন্ম থেকে বেড়ে ওঠা দুই বোনের মন টেকে না ভারতে।

অবশেষে পূর্বের ছিটমহলে ফিরে আসে অনেক আশা নিয়ে, ভালোবাসার টানে। তারপরের আরো অনেক প্রশ্নের উত্তর তুলে ধরা হয়েছে সাপ্তাহিক এ নাটকের গল্পে।

নাটকটিতে অভিনয় করেছেন মিলি মুন্সি, বীথি সরকার, তানিম তানহা, মনিরুজ্জামান, খলিলুর রহমান, জীবন রায়, মুস্তাফিজুর রহমান, রশিদুল পাশাসহ আরো অনেকে।

নাটকটি প্রচারিত হবে আগামী ১০ জুলাই শনিবার রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে।