হাসপাতাল ছেড়ে বাসায় ফিরলেন কিংবদন্তি নাসিরুদ্দিন শাহ

প্রকাশ : ০৮ জুলাই ২০২১, ১৬:৫৮

সাহস ডেস্ক

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতীয় কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ। চিকিৎসা সম্পন্ন করে ফিরলেন বাসায়।

সম্প্রতি ফুসফুসে সংক্রামণ হয়। এর পরেই মুম্বাইয়ের পিজি হিন্দুজা হাসপাতালে নেয়া হয় ৭০ বছর বয়সী এই গুনি অভিনেতাকে। চিকিৎসা শেষ হলে ৭ জুলাই বুধবার সকালে নাসিরুদ্দিন শাহ তার মুম্বাইয়ের বান্দ্রার বাসায় ফিরে যান। বিষয়টি নিশ্চিত করে তার ছেলে ভিভান শাহ একটি ইন্ট্রাগ্রাম পোস্ট করেন।

তিনবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নাসিরুদ্দিন এখনো মঞ্চ নাটকের সাথে যুক্ত আছেন। বলিউডে বাণিজ্যিক ও বিকল্প ধারা উভয় ধরণের সিনেমাতেই সফল রয়েছেন এই গুনি অভিনেতা-নির্মাতা।

ভারত সরকারের পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মানে ভূষিত এই কিংবদন্তি অভিনেতাকে সবশেষ 'দ্য তাসখন্দ ফাইলস' চলচ্চিত্রে বড়পর্দায় দেখা গেছে।

অবশ্য এরপর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া 'রামপ্রসাদ কি তেহরভি' চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার আরেক সিনেমা 'ওয়ালেট'।

সাহস২৪.কম/সজল

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত