যেকোনো সময় ভাঙতে পারে অমিতাভ বচ্চনের বাড়ি

প্রকাশ | ০৫ জুলাই ২০২১, ১৫:৫৪ | আপডেট: ০৫ জুলাই ২০২১, ১৯:৩৩

অনলাইন ডেস্ক

রাস্তার সীমা বাড়ানোর কারণে ভাঙতে চলেছে বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের আবাসস্থল 'প্রতিক্ষা'। অবশ্য পুরো বাড়ি নয়। ভাঙ্গা পড়বে বাড়িটির একাংশ। ১৯৭৬ সালে কেনা এই বাড়িটিতে বলিউডের শাহেনশাহ থাকেন তার সন্তান, পুত্রস্ত্রী ও নাতনি আরাধ্যাকে নিয়ে।

২০১৭ সালে পাঠানো বৃহণ্মুম্বাই পুরনিগম (বিএমসি) এর একটি নোটিশকে কেন্দ্র করে গড়ে উঠেছে আবারও আলোচনা। তবে এখন পর্যন্ত বিগ বি এই সম্পর্কে কিছুই জানাননি।

তবে এই প্রসঙ্গে উক্ত এলাকার ৯০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর টিউলিপ মিরান্ডা ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেন, 'রাস্তা চওড়ার করার জন্য ২০১৭ সালে অমিতাভ বচ্চনকে নোটিশ দিয়েছিল বিএমসি। তখন কেন যে তারা ব্যবস্থা নেয়নি! নোটিশ পাঠানোর পর আর কোনো অনুনয়-বিনয়ের প্রয়োজন হয় না।'

গত বছরের একটি ঘটনায় বাড়িটি সম্পর্কে অমিতাভ বচ্চনের অনুভূতি প্রকাশ পায়। সেই সময় বিগ বি জানিয়েছিলেন এই বাড়িটির নাম তার মা ঠিক করে দিয়েছিলেন।

সিনিয়র বচ্চনের বাড়ির সাথে একই রকম ভাবে সেই সড়কের সব গুলো বাড়িতেই পৌঁছেছে সেই নোটিশ। এর মাঝে আছে বলিউডের আরেক সফল পরিচালক রাজ কুমার হিরানীর বাড়ি।

সাহস২৪.কম/সজল