করোনায় আক্রান্ত গীতিকার ফজল-এ-খোদা; নেই আইসিইউ

প্রকাশ | ০২ জুলাই ২০২১, ১৫:৩৫ | আপডেট: ০২ জুলাই ২০২১, ১৭:৪১

অনলাইন ডেস্ক

বিখ্যাত ‘সালাম সালাম হাজার সালাম’ গানের কিংবদন্তী গীতিকার ফজল-এ-খোদা মহামারী কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে ভর্তি আছেন।

দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগতে থাকা ৮০ বছর বয়সী এই কিংবদন্তী গীতিকারের শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

বিয়ষটি নিশ্চিত করে গীতিকার ফজলের ছেলে সজীব ওনাসিস সাংবাদিকদের জানান, মঙ্গলবার তার বাবা ও মা মাহমুদা সুলতানার করোনাভাইরাস পজিটিভ আসার পর চিকিৎসকের পরামর্শে তারা বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। বৃহস্পতিবার বাবার শ্বাসকষ্ট বাড়তে থাকলে উনাকে হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি করেছি। হাসপাতালে আপাতত কোনো আইসিইউ বেড খালি নাই; চিকিৎসকরা ব্যবস্থা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সাহস২৪.কম/সজল