পরীমণির জন্য ন্যায়বিচার চেয়ে গান গাইলেন হিরো আলম

প্রকাশ : ১৮ জুন ২০২১, ১৭:১৫

সাহস ডেস্ক

আলোচিত চিত্রনায়িকা পরীমণির সঙ্গে ঘটে যাওয়া ঘটনার ন্যায়বিচার চেয়ে একটি গান গেয়েছেন হিরো আলম। "উই ওয়ান্ট জাস্টিস ফর পরীমণি" শিরোনামে গানটির মাধ্যমে পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন হিরো আলম।

বৃহস্পতিবার (১৭ জুন) হিরো আলমের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় গানটি। গানটির কথা, সুর ও সংগীত আয়োজন করেছেন মম রহমান, এতে হিরো আলমের সহশিল্পী হিসেবেও দেখা যায় তাকে।

“শিল্পী হয়ে শিল্পের প্রতি অসম্মান সইব না, শিল্পী হয়ে শিল্পীর অপমান সইব না, উই ওয়ান্ট জাস্টিস ফর পরীমনি।”, “নারী জাতি মায়ের জাতি আর রবে না বঞ্চিত, পরীমনিরা সব বিচার পাবে কেউ রবে না অবহেলিত, উই ওয়ান্ট জাস্টিস ফর পরীমনি”- এভাবে গান গেয়ে প্রতিবাদ জানান তিনি। গানটিতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পরীমণির প্রতি হওয়া অবিচারের বিচার প্রার্থনাও করেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত