৯৩তম অস্কারের মনোয়ন ঘোষণা

প্রকাশ : ১৮ মার্চ ২০২১, ১৮:৫২

করোনা মহামারীর কারণে এবারের অস্কার পিছিয়েছে একটু দীর্ঘ সময়। সাধারণ সময়ের চেয়ে ২ মাস পিছিয়ে ২৫ এপ্রিল দেওয়া হবে। তবে ৯৩তম অস্কারের মনোয়ন ঘোষণা করা হয়েছে।

এবারের অস্কারের মনোয়ন ঘোষণা করেছেন তারকা দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক। মোট ২৪টি ক্যাটাগরিতে মনোয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন তারা।

২৪টি ক্যাটাগরির মধ্যে প্রধান কয়েকটি ক্যাটাগরিতে মনোনয়ন প্রাপ্ত হলোঃ

সেরা চলচ্চিত্র:
# দ্য ফাদার
# জুডাস অ্যান্ড দি ব্ল্যাক মেসায়া
# মাঙ্ক
# মিনারি
# নোম্যাডল্যান্ড
# প্রমিজিং ইয়ং ওমেন
# সাউন্ড অব মেটাল
# দ্য ট্রায়াল অব দি শিকাগো সেভেন

সেরা অভিনেতা:
# চ্যাডউইক বোজম্যান (মা রেইনিস ব্ল্যাক বটম)
# রিজ আহমেদ (সাউন্ড অব মেটাল)
# গ্যারি ওল্ডম্যান (ম্যাঙ্ক)
# স্টিভেন ইয়ান (মিনারি)
# অ্যান্থনি হপকিন্স (দ্য ফাদার)

সেরা অভিনেত্রী:
# ভ্যানেসা কার্বি (পিসেস অব অ্যা ওম্যান)
# ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড (নোম্যাডল্যান্ড)
# ভায়োলা ডেভিস (মা রেইনি’স ব্ল্যাক বটম)
# অ্যান্ড্রা ডে (দ্য ইউনাইটেড স্টেটস ভার্সেস বিলি হলিডে)
# ক্যারি মালিগ্যান (প্রমিসিং ইয়াং ওম্যান)

সেরা পার্শ্ব অভিনেতা:
# পল রাসি (সাউন্ড অব মেটাল)
# লেজলি ওডোম জুনিয়র (ওয়ান নাইট ইন মায়ামি)
# সাশা ব্যারন কোহেন (দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন)
# ড্যানিয়েল কালুইয়া (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া)
# লাকিথ স্ট্যানফিল্ড (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া)

সেরা পার্শ্ব অভিনেত্রী:
# আমান্ডা সাইফ্রায়েড (ম্যাঙ্ক)
# ইয়া-জাঙ উন (মিনারি)
# মারিয়া বাকালোভা (বোরাট সাবসিকোয়েন্ট মুভিফিল্ম) গ্লেন ক্লোজ (হিলবিলি এলিজি)
# অলিভিয়া কোলম্যান (দ্য ফাদার)

সেরা অ্যানিমেটেড সিনেমা:
# অ্যা শন দ্য শিপ মুভি: ফার্মাগেডন
# সৌল
# উলফওয়াকার্স
# অনওয়ার্ড
# ওভার দ্য মুন

সেরা আন্তর্জাতিক সিনেমা:
# কু ভাদিস, আইদা? (বসনিয়া ও হার্জেগোভিনা)
# অ্যানাদার রাউন্ড (ডেনমার্ক)
# কালেক্টিভ (রোমানিয়া)
# বেটার ডেজ (হংকং)
# দ্য ম্যান হু সোল্ড হিজ স্কিন (তিউনিসিয়া)

সেরা মৌলিক চিত্রনাট্য:
# জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া
# মিনারি
# প্রমিসিং ইয়াং ওম্যান
# দ্য সাউন্ড অব মেটাল
# দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন

সেরা অভিযোজিত চিত্রনাট্য:
# বরাত সাবসিক্যুন্ট মুভিফিল্ম
# দ্য ফাদা
# নোম্যাডল্যান্ড
# ওয়ান নাইট ইন মিয়ামি
# দ্য হোয়াইট টাইগার

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত