বাংলায় প্রথম থ্রিডি সিনেমা "আলতচক্র" এর প্রিমিয়ার

প্রকাশ : ১৭ মার্চ ২০২১, ১৭:২৮

আগামী ১৮ মার্চ বৃহস্পতিবার বিকাল ৪টায় বসুন্ধরা সিনেপ্লেক্সে "আলতচক্র" চলচ্চিত্রটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। চলচ্চিত্রটি মুক্তি পাবে আগামী ১৯ মার্চ।

সরকারি অনুদানে, আহমদ ছফার উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটির মূল চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান। সিনেমায় আরো অভিনয় করেছেন আহমেদ রুবেল, মাহতাব হাসান, আজাদ আবুল কালাম, শিল্পী সরকার অপু, শফিউল আলম বাবু, নুসরাত জাহান জেরী, সৈয়দ মোশাররফসহ আরো অনেকে। 

মুক্তিযুদ্ধের পটভূমিতে, বাংলাভাষায় নির্মিত প্রথম থ্রিডি চলচ্চিত্র এটি। ঢাকায় স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি শপিং মল), সীমান্ত স্কয়ার, স্টার সিনেপ্লেক্স (এস কে এস টাওয়ার), যমুনা ব্লক বাস্টার, শ্যামলী সিনেমাহলসহ সারাদেশে মোট ১৭টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি। 

চলচ্চিত্রটির শ্যূটিং শেষ হয়েছে ২০২০ এর শুরুতেই। করোনার সময় সম্পন্ন হয় পোস্ট প্রোডাকশন। ডিসেম্বরেই সেন্সর ছাড়পত্র পায় চলচ্চিত্রটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত