দেশের ইতিহাসে প্রথম ট্রান্সজেন্ডার সংবাদ উপস্থাপক

প্রকাশ | ০৬ মার্চ ২০২১, ০২:৩৭ | আপডেট: ০৬ মার্চ ২০২১, ১৬:৩০

অনলাইন ডেস্ক

দেশের ইতিহাসে প্রথমবারের মতো ট্রান্সজেন্ডার নারী হিসেবে সংবাদ উপস্থাপন করতে যাচ্ছেন তাসনুভা আনান শিশির। এছাড়া একই দিন আরেক ট্রান্সজেন্ডার নারী নুসরাত মৌকে দেখা যাবে একটি নাটকের চরিত্রে অভিনয় করতে।

শুক্রবার (৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বৈশাখী টেলিভিশন আন্তর্জাতিক নারী দিবসকে (৮ মার্চ) সামনে রেখে এই উদ্যোগ নেয়।

বৈশাখী টিভির উপ ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন দেশের মানুষ এই প্রথম একজন ট্রান্সজেন্ডারকে পেশাদার সংবাদ বুলেটিনে পাঠ করতে দেখবেন। এই ট্রান্সজেন্ডার নারীর নাম তাসনুভা আনান শিশির। আসছে ৮ মার্চ (সোমবার) আন্তর্জাতিক নারী দিবসে শিশির বৈশাখী টেলিভিশনে তার প্রথম সংবাদ বুলেটিন উপস্থাপন করবেন।

তিনি আরও বলেন, আমাদের বিনোদন বিভাগের নিয়মিত নাটকের মূল চরিত্রগুলোর একটিতে যুক্ত করেছি আরেকজন ট্রান্সজেন্ডার নারীকে। যার নাম নুসরাত মৌ। যাকে পর্দায় প্রথম দেখা যাবে আন্তর্জাতিক নারী দিবসে, ধারাবাহিক নাটক ‘চাপাবাজ’ এর একটি পর্বে। যা প্রচারিত হবে ৮ মার্চ রাত ৯টা ২০ মিনিটে।