x

এইমাত্র

  •  চলে গেলেন প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ
  •  ভার্চুয়াল কোর্টের ছয় কর্মদিবসে জামিন পেলেন ১২ হাজার ২৫৮ হাজতি
  •  লকডাউনে অসচ্ছল মানুষকে সহায়তায় বরাদ্দ সাড়ে ১০ কোটি টাকা
  •  লকডাউনে থাকছে যেসব বিধিনিষেধ

কৃষকদের নিয়ে সিনেমা করবেন সোনু সুড

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২১, ১৮:২৬

কৃষকদের নিয়ে একটি সিনেমায় কাজ করবেন বলে জানালেন সোনু সুড। 'কিষাণ' নামের সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি। এটি পরিচালনা করবেন ই নেওয়াজ। ছবিটির প্রযেজনা করবেন 'ড্রিম গার্ল'খ্যাত পরিচালক রাজ শান্দিলিয়া।

গত রবিবার (৪ জানুয়ারি) টুইটারে পোস্ট করেন রাজ শান্দিলিয়া। এবং সেখানেই সোনু সুডের কথা নিশ্চিত করেন।

সিনেমাটির ঘোষণা দেওয়ার পর বলিউড 'শাহেনশাহ' অমিতাভ বচ্চন সবার প্রথমে অভিনন্দন জানান। 'বিগ বি' টুইটারে লেখেন, 'কিষাণ' সিনেমাটির সব ধরনের সফলতা কামনা করছি।

এরপর ফিরতি বার্তায় সোনু সুড লেখেন, 'অনেক ধন্যবাদ স্যার'।

ভারতে চলছে কৃষকদের আন্দোলন, সারাদেশে দিন দিন জোরদার হচ্ছে আন্দোলন। এই আন্দোলনের মাঝেই কৃষকদের নিয়ে তৈরী হচ্ছে সিনেমাটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত