কবি ও নির্মাতা টোকন ঠাকুর গ্রেপ্তার

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২০, ০২:৪৫

সাহস ডেস্ক

রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে কবি ও নির্মাতা টোকন ঠাকুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম কাইয়ুম এ তথ্য নিশ্চিত করেছেন।  তার বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

রবিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর নিউমার্কেট থানাধীন কাঁটাবন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স ম কাইয়ুম বলেন, টোকন ঠাকুরের বিরুদ্ধে সিএমএম কোর্টে করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আমরা আদালতের নির্দেশে কাঁটাবন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছি। সোমবার (২৬ অক্টোবর) তাকে আদালতে হাজির করা হবে।

জানা গেছে, কবি ও নির্মাতা টোকন ঠাকুর ২০১৩ সালে শহীদুল জহিরের গল্প ‘কাঁটা’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান পান। সরকারি অনুদানের টাকা তথ্য মন্ত্রণালয় থেকে তুলে নিলেও ওই চলচ্চিত্রের কোনও কাজ করেননি তিনি। এ কারণে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে তথ্য মন্ত্রণালয়ের পক্ষে টোকন ঠাকুরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত