চিরনিদ্রায় শায়িত হলেন আলাউদ্দিন আলী

প্রকাশ : ১০ আগস্ট ২০২০, ১৯:০৪

সাহস ডেস্ক

চিরনিদ্রায় শায়িত হলেন বরেণ্য সুরকার ও গীতিকার আলাউদ্দিন আলী। বিষয়টি নিশ্চিত করেছেন আলাউদ্দীন আলীর জামাতা কাজী ফায়সাল আহমেদ। এর আগে রবিবার (০৯ আগস্ট) আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ৫০ মিনিটে তিনি মারা যান।

সোমবার (১০ আগস্ট) রাজধানীর মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

বেলা সোয়া দুইটা থেকে ৩টা পর্যন্ত এই সুর স্রষ্টার মরদেহ নিয়ে আসা হয় চার দশকের কর্মস্থল বিএফডিসিতে। সেখানে শিল্পীদের পাশাপাশি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয় ফুলেল ভালোবাসা। এখানে তৃতীয় জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে।

এফডিসিতে গীতিকবি সংঘ’র নেতারা আসেন শেষ শ্রদ্ধা জানাতেতারও আগে সকাল ১১টার দিকে মরদেহ বারডেমের হিমঘর থেকে নেওয়া হয় রামপুরা। এরপর বাদ জোহর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় আলাউদ্দীন আলীর আবাসস্থল খিলগাঁওয়ে। সেখানকার নূর-ই-বাগ মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত