নেটফ্লিক্সের দুইটি অস্কার

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৫

সাহস ডেস্ক

নেটফ্লিক্সের ২৪টি কনটেন্ট মনোনয়ন পেলেও তাদের মাত্র ২টি অস্কার এসেছে। অস্কারের মঞ্চে সেরা সাপোর্টিং রোল ও ডকুমেন্টারি ফিচার ফিল্মের জন্য স্ট্রিমিং সাইটটির নাম উচ্চারিত হয়। 

নেটফ্লিক্সের অরিজিনাল কনটেন্ট ‘ম্যারেজ স্টোরি’ সিনেমাটি ৬টি মনোনয়ন পেয়েছিল। তবে এই সিনেমাটি ১টি পুরস্কার পেয়েছে। আর তা পেয়েছেন বেস্ট সাপোর্টিং রোল ক্যাটেগরিতে লরা ডার্ন। 

অপরদিকে ‘আমেরিকান ফ্যাক্টরি’ বেস্ট ডকুমেন্টারি ফিচার বিভাগে পুরস্কার পেয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিশেল ওবামা ডকুমেন্টারির প্রোডাকশনের সঙ্গে জড়িত ছিলেন। 

অন্যদিকে নেটফ্লিক্সের আরেক সিনেমা ‘দ্য আইরিশ ম্যান’ ১০টি মনোনয়ন পেলেও কোনো পুরস্কার পায়নি। কিন্তু গত বছরের নেটফ্লিক্সের সিনেমা রোমা সেরা সিনেমাটোগ্রাফি, ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম ও বেস্ট ডিরেক্টরের পুরস্কার অর্জন করে। 

তবে ৯২তম অস্কারে দক্ষিণ কোরিয়ার ছবি প্যারাসাইট সেরা সিনেমা হিসেবে অস্কার পেয়ে বাজিমাত করেছে। এর সঙ্গে সিনেমাটির পরিচালকও পুরস্কার পেয়েছেন।

সূত্র: দ্য ভার্জ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত