সেন্সর পেল কামারের ‘নীল মুকুট’

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২০, ১৩:৫৪

সাহস ডেস্ক

বিনা কর্তনে কামার আহমাদ সাইমনের নতুন ছবি ‘নীল মুকুট’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। কোনো উৎসবে দেখানোর আগে দেশেই মুক্তি দেবেন ‘নীল মুকুট’ ছবিটি এমন ঘোষণা করেছিলেন কামার।

কামার বলেন, সাম্প্রতিক যেহেতু কয়েকটা ছবি সেন্সর বোর্ডে আটকে গিয়েছিল, তাই স্বাভাবিক কারণেই একটু চিন্তিত ছিলাম। অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ সেন্সর বোর্ডকে ‘নীল মুকুট’ আনকাট ছাড় দেওয়ার জন্য।

কামারের প্রথম ছবি ‘শুনতে কি পাও!’ জাতীয় চলচ্চিত্র পুরস্কার, প্যারিসের সিনেমা দ্যু রিলে গ্রাপি ও মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বর্ণশঙ্খসহ ১০টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় ছবিটি পুরস্কার পেয়েছিল।

সেই বিচারে ‘নীল মুকুট’ একেবারেই আলোচনার বাইরে নতুন ছবি। এ প্রসঙ্গে নির্মাতা কামার আহমাদ বলেন, ‘প্লেনে যাচ্ছিলাম, ‘শিকলবাহা’ বা ‘অন্যদিন’-এর কোনো একটা কাজে ইউরোপ যাত্রাই ছিলাম। একটা কান্না আমাকে খুব ভাবিয়েছিল। প্লেনের লম্বা সময়টা কাটিয়েছি কয়েকটা সিকোয়েন্স লিখে। একসময় অপরিকল্পিতভাবে ছবির জন্ম নিল। যার নাম হলো নীল মুকুট।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত