x

এইমাত্র

  •  করোনা সঙ্কটে কর্মস্থলে অনুপস্থিত:ফেঁসে যাচ্ছেন ১১ কর্মকর্তা
  •  করোনা: বাংলাদেশে শুধু বয়স্ক নয়, ঝুঁকিতে সব বয়সীরাই
  •  বিএসএমএমইউ’র অধ্যাপক ও মেয়ে করোনা ভাইরাসে আক্রান্ত
  •  লকডাউনের মধ্যে বিয়ে করে বরখাস্ত হলেন সরকারি কর্মকর্তা
  •  মসজিদে পাঁচের অধিক মুসল্লি, লক্ষ্মীপুরে ইমাম আটক

বাবা হলেন বাপ্পা মজুমদার

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১৯, ১৯:২৮

সাহস ডেস্ক

সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার বাবা হয়েছেন। তার স্ত্রী অভিনেত্রী তানিয়া হোসাইন আজ বুধবার সকাল ১০.৩৮ মিনিটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

বাপ্পা জানান, রাজধানীর স্কয়ার হাসপাতালে তার স্ত্রী তানিয়া হোসাইনের কোলজুড়ে জন্ম নেয় ফুটফুটে কন্যা সন্তান। বর্তমানে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন।

জন্মের আগে থেকেই আদরের মেয়ের নাম ঠিক করে রেখেছিলেন বাপ্পা-তানিয়া দম্পতি। পারিবারিকভাবে নাম রাখা হয়েছে অগ্নিমিত্রা মজুমদার পিয়েতা।

অন্যদিকে বাপ্পা মজুমদারের বন্ধু মহলে তার মেয়ের নাম পরী নির্ধারণ করা হয়েছে তার জনপ্রিয় পরী গানের নাম অনুসারে। বাপ্পা তার কন্যার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এর আগে ভালোবেসে ২০১৮ সালের ২৪ জুন বিয়ের পিঁড়িতে বসেন বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইন।

সূত্র: কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত