না ফেরার দেশে সঙ্গীত পরিচালক পৃথ্বীরাজ

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১৯, ১৩:৪৩

সাহস ডেস্ক

গায়ক, সুরকার ও সংগীত পরিচালক পৃথ্বীরাজ চৌধুরী আর নেই। পৃথ্বীরাজের প্রথম অ্যালবাম “ডট” ২০১১ সালে প্রকাশিত হয়।

রবিবার (১৫ ডিসেম্বর) ভোরে ধানমণ্ডিতে নিজের স্টুডিওতে ৩৪ বছর বয়সী পৃথ্বীরাজকে অচেতন অবস্থায় পেয়ে সিটি হসপিটালে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, পৃথ্বীরাজ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকলেও বর্তমান সময়ে বেশ সুস্থ হয়ে উঠছিলেন। রবিবার হঠাৎ করেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

দেশের জনপ্রিয় রিয়েলিটি শো ক্লোজ আপ ওয়ানের মাধ্যমে প্রথম দর্শকের কাছে পরিচিতি পান পৃথ্বীরাজ। পরবর্তীতে  প্রকাশিত হয় তার অ্যালবাম ‘ডট’। উচ্চাঙ্গসংগীতে দখলের জন্য সংগীত প্রেমীদের প্রিয় হয়ে উঠেছিলেন তিনি। এবিসি রেডিও এফএম ৮৯.২ এর প্রডাকশন ইনচার্জ পৃথ্বীরাজ ‘সেন্টার ফর মিউজিকলজি’ নামে একটি গানের স্কুলও চালাতেন।

সম্প্রতি পৃথ্বীরাজের পরিচালনায় শিল্পী রেহানের গাওয়া 'আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না' শিরোনামে গানটি জনপ্রিয়তা পায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত