ঢাকায় কোরিয়ান চলচ্চিত্র উৎসব

প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৯, ১৪:৫৮

সাহস ডেস্ক

কোরিয়ান সংস্কৃতিকে তুলে ধরতে বাংলাদেশে কোরিয়ার দূতাবাস আয়োজন করেছে চলচ্চিত্র উৎসব। চলতি মাসের ২৯ তারিখ থেকে ১ ডিসেম্বর পর্যন্ত জাতীয় জাদুঘরে এ উৎসব চলবে।  

কোরিয়ার রাষ্ট্রদূত হু কং-ইল ২৯ নভেম্বর বিকাল সাড়ে চারটায় উৎসবের উদ্বোধন করবেন। এরপরে উদ্বোধনী চলচ্চিত্র ‘এক্সট্রিম জব’ প্রদর্শন করা হবে। ২০১৯ এর অ্যাকশন কমেডি ফিল্ম, ‘এক্সট্রিম জব’।

২৯ নভেম্বর এবং ১ ডিসেম্বর ‘এক্সট্রিম জব’ ও ‘দ্য গ্রেট ব্যাটেল’ প্রদর্শিত হবে। ৩০ নভেম্বর ‘অ্যালং উইথ গড: দ্য টু ওয়ার্ল্ডস’, ‘স্টিল রেইন’, ‘দ্য উইচ: পার্ট ১’ ও ‘দ্য সাবভারশন’ প্রদর্শিত হবে। 

এই চলচ্চিত্র প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে। উৎসবের দিনে চলচ্চিত্র প্রদর্শনীর সময় জানা যাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত