জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ৪ সেরা নায়ক

প্রকাশ | ০৭ নভেম্বর ২০১৯, ১৮:৩০

অনলাইন ডেস্ক

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ করা হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নাম। তথ্য মন্ত্রণালয় ২০১৭ ও ২০১৮ সালের সেরা অভিনেতা ও অভিনেত্রীদের নাম ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিগত দুই বছরের সেরা অভিনেতাদের নাম প্রকাশ করে গেজেট প্রকাশ করা হয়।

ঘোষণা অনুযায়ী ২০১৭ সালের সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘ঢাকা অ্যাটাক’। এই ছবির নায়ক আরিফিন শুভ’র অভিনয়কে স্বীকৃতি দিয়েছে জুরিবোর্ড।

তার সঙ্গে যৌথভাবে ২০১৭ সালের সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন শাকিব খান। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ ছবিতে অভিনয় করে এই স্বীকৃতি পাচ্ছেন তিনি।

অন্যদিকে ২০১৮ সালে ‘পুত্র’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন নায়ক ফেরদৌস। ফেরদৌসের পাশাপাশি যৌথভাবে সেরা অভিনেতা হয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক।

প্রসঙ্গত, এর আগে ২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিতে জুরি বোর্ড গঠন করে সরকার। গঠিত বোর্ড সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো মূল্যায়ন করে পুরস্কারপ্রাপ্তদের নাম সুপারিশ করেছে। তারই ভিত্তিতে প্রদান করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।