লাইফ সাপোর্টে হুমায়ূন সাধু

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৯, ১৮:০৩

অনলাইন ডেস্ক

মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন নাট্য নির্মাতা ও অভিনেতা হুমায়ূন সাধু।

রবিবার (২০ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে ব্রেইন স্ট্রোক করলে হাসপাতালে ভর্তি করানো হয় এ অভিনেতাকে।

হুমায়ূন সাধুর সঙ্গে হাসপাতালে অবস্থান করছেন তার ঘনিষ্ঠজন ও নাট্যনির্মাতা আশফাক নিপুণ। তিনি বলেন, হুমায়ূন সাধু লাইফ সাপোর্টে আছেন। তাকে চিকিৎসক ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন।

বর্তমানে হাসপাতালটির নিউরোলজি বিভাগের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) সাধুকে রাখা হয়েছে। তিনি ভারতীয় চিকিৎসক কৃষ্ণা প্রভুর তত্ত্বাবধানে রয়েছেন।

গত ২৯ সেপ্টেম্বর হুমায়ূন সাধুর প্রথম ব্রেন স্ট্রোক হয়। এরপর হুমায়ূন সাধুকে চট্টগ্রামের পাঁচলাইশের পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ১৩ অক্টোবর রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। মঙ্গলবার (২২ অক্টোবর) তাকে বিদেশে নিয়ে অস্ত্রোপচারেরও প্রস্তুতি নেওয়া হয়েছিল।

মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘ঊন মানুষ’ টিভি নাটকের মাধ্যমে বিনোদন অঙ্গনে হুমায়ূন সাধুর অভিষেক হয়। পরে বিভিন্ন টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হন সাধু।