শুরু হতে যাচ্ছে কান উৎসব সপ্তাহ

প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৯, ১৩:৪৪

সাহস ডেস্ক

এশিয়ায় প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ও সম্মানজনক কান চলচ্চিত্র উৎসব সপ্তাহ। হংকংয়ে আগামী ১২ নভেম্বর কানস চলচ্চিত্র সপ্তাহ শুরু হতে যাচ্ছে।

কানের ৭২তম আসরে অফিশিয়াল সিলেকশনে থাকা ছয়টি ছবির প্রদর্শনী। এর মধ্যে সেরা চিত্রপরিচালক, সেরা চিত্রনাট্য এবং অনির্ধারিত অ্যাওয়ার্ড বিজয়ীদের কাজ অন্তর্ভুক্ত থাকবে।

হংকংয়ে কান চলচ্চিত্র উৎসবের দু’টি পর্ব- প্রতিযোগিতা ও আন সার্টেইন বিভাগে পুরস্কার দেওয়া হবে।

ছয়টি ছবির তালিকায় আছে বেলজিয়ামের জ্যঁ-পিয়েরে দারদেন ও লুক দারদেনের ‘ইয়াং আহমেদ’, ফ্রান্সের সেলিন সিয়ামা পরিচালিত ‘পোর্ট্রেট অব অ্যা লেডি অন ফায়ার’, ব্রাজিলের করিম আইনুজের ‘দ্য ইনভিজিবল লাইফ অব ইউরিজিসি গুজমাও’, ইতালির মার্কো বেলোচ্চিওর ‘দ্য ট্রেইটর, ফরাসি নির্মাতা ক্রিস্তফ নোরের ‘অন অ্যা ম্যাজিক্যাল নাইট’ ও যুক্তরাষ্ট্রের মাইকেল অ্যাঞ্জেলো কভিনোর ‘দ্য ক্লাইম্ব’।

চলচ্চিত্র প্রদর্শনীর বাইরে মাস্টারক্লাসে ১৪ নভেম্বর অংশ নেবেন ‘ইয়াং আহমেদ’ ছবির দুই পরিচালক জ্যঁ-পিয়েরে দারদেন ও লুক দারদেন। ছয় দিনের কান উৎসব সপ্তাহের সমাপনী হবে ১৭ নভেম্বর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত