রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৯, ১৮:৪৭

চলতি বছর রসায়নে নোবেল জিতেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাপানের তিন রসায়নবিদ। নোবেল বিজয়ীরা হলেন- জন গুডেনাফ, স্ট্যানলি হোয়াইটিংহাম এবং আকিরা ইয়োসিনো।

রিচার্জেবল ব্যাটারি হিসেবে লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি করে রসায়নের নোবেল জয়ী তিন বিজ্ঞানী। আজ বুধবার (৯ অক্টোবর) এদের নাম ঘোষণা দিয়েছে রয়্যাল সুইডিশ একাডেমি।

১৯০১ সাল থেকে এখন পর্যন্ত রসায়নে ১১০ বার নোবেল পুরস্কার দিয়েছে রয়্যাল সুইডিশ একাডেমি। একমাত্র রসায়নবিদ হিসেবে রসায়নে দুবার নোবেল পুরস্কার পেয়েছিলেন ফ্রেডরিক স্যানগার।

আগামী শুক্রবার শান্তি এবং ১৪ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত