এফডিসি কর্তৃপক্ষের দুর্নীতিতে অমিতাভের ক্ষোভ প্রকাশ

প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৯, ২০:৫৩

সরকার চলচ্চিত্রের জন্য প্রচুর পরিমাণে টাকা বিনিয়োগ করছে। কিন্তু মাঝখানের কিছু ‘চোর-ছ্যাচড়ার’ কারণে আমাদের চলচ্চিত্র এগোচ্ছে না। টাকা মেরে দেওয়া হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধূরী।

৫ অক্টোবর (শনিবার) চট্টগ্রামের প্রথম সিনেপ্লেক্স সিলভার স্ক্রিনে আয়োজিত বাংলাদেশের চলচ্চিত্র শিল্প এবং বিশ্বায়নের চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে এমন মন্তব্য করেছেন অমিতাভ রেজা।

অমিতাভ রেজা বলেন, ‘এখন সরকার নানা জায়গায় দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনা করছে। আমরা চাই সিনেমা হলগুলোর দিকেও বিষয়টি আসুক।’

তিনি বলেন, ‘ছবি বানাতে সরকারি অনুদানের জন্য আবেদন করেছিলাম। একজন বললো ৫ লাখ টাকা লাগবে। এভাবে চলচ্চিত্র শিল্পের উন্নয়ন সম্ভব?’

অমিতাভ রেজা আরো বলেন, ‘সরকারের অনুদান পাওয়া ছবিগুলো কেনো সফলতার মুখ দেখছে না? এতো এতো অনুদান পাওয়া ছবিগুলো এখন কোথায়? এসব নিয়ে ভাবতে হবে।’

কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদলের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ।

কবি ও সাংবাদিক আবুল মোমেনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন সংসদ সদস্য ওয়াশিকা আয়েশা খান, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী, আরটিভির সিইও আশিক রহমান, কবি ও সাংবাদিক ওমর কায়সার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত