এফডিসিতেও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: তথ্যমন্ত্রী

প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৯, ১৯:৩৫

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) আগে যে অনিয়ম হয়েছে তা আর চলতে দেওয়া হবে না। এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

৫ অক্টোবর (শনিবার) চট্টগ্রামের প্রথম সিনেপ্লেক্স সিলভার স্ক্রিনে আয়োজিত বাংলাদেশের চলচ্চিত্র শিল্প এবং বিশ্বায়নের চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে একথা বলেন তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, ‘এফডিসিতে যে যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে সেটি চালানোর জন্য কোনো প্রশিক্ষণ নেই। আবার কিছু কিছু যন্ত্রের ‘পার্টস মিসিং’ হয়ে গেছে। ফলে যন্ত্রপাতি সঠিকভাবে ব্যবহার করা যাচ্ছে না।’

তিনি বলেন, ‘সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে এরকম ঘটনা ঘটছে। সেগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। কিছু কিছু চিহ্নিত হয়েছে। এর প্রেক্ষিতে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। আগের মতো এসব আর চলতে দেওয়া হবে না।’

তথ্যমন্ত্রী আরো বলেন, ‘এফডিসিতে নতুন ভবন নির্মাণের জন্য প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যার নির্মাণ কাজ খুব দ্রুত শুরু হবে। সেখানে সিনেপ্লেক্স থাকবে। সমস্ত আধুনিক সুযোগ সুবিধা থাকবে।’

কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদলের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ।

কবি ও সাংবাদিক আবুল মোমেনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন সংসদ সদস্য ওয়াশিকা আয়েশা খান, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী, আরটিভির সিইও আশিক রহমান, কবি ও সাংবাদিক ওমর কায়সার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত