আজ বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে ইত্যাদি

প্রকাশ | ০৪ অক্টোবর ২০১৯, ১২:২৩

বাংলাদেশ টেলিভিশনের বহুল দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। এবারের ইত্যাদি ধারণ করা হয়েছে কিশোরগঞ্জের হাওরের মাঝখানে দ্বীপের মতো ভেসে থাকা মিঠামইনের হামিদ পল্লীতে।

জানা গেছে, তিন দশক পেরিয়ে চার দশকে পদার্পণ করেছে ইত্যাদি। এবার হাওর অঞ্চলে ধারণ করা অনুষ্ঠানটি বিষয়-বৈচিত্র্য, স্থান নির্বাচন, সবদিক থেকেই হয়েছে ব্যতিক্রমী ও উপভোগ্য।

এবারের পর্বে রয়েছে কিশোরগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দর্শনীয় ও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান এবং কীর্তিমান ব্যক্তিদের ওপর তথ্যভিত্তিক প্রতিবেদন।

কিশোরগঞ্জের বাজিতপুর থানাধীন একটি গ্রামের স্কুলের ওপর রয়েছে অনুসন্ধানী প্রতিবেদন। বিদেশি প্রতিবেদনে রয়েছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি দক্ষিণ আফ্রিকার ওপর একটি তথ্যবহুল প্রতিবেদন।

‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনায় হানিফ সংকেত। নির্মাণে ফাগুন অডিও ভিশন। রাত ৮ টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ইত্যাদি।