এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ওয়ার্ডক্যাম্প ঢাকা’

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২২

বাংলাদেশে এবারই প্রথম ওয়ার্ডক্যাম্প আয়োজিত হতে যাচ্ছে। আগামী ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরাতে ‘ওয়ার্ডক্যাম্প ঢাকা’ অনুষ্ঠিত হবে।

ওয়েবসাইট তৈরির সফটওয়্যার ওয়ার্ডপ্রেসে আগ্রহী সকলের জন্য এটি একটি আন্তর্জাতিক সম্মেলন। শিক্ষার্থী, প্রোগ্রামার, প্রযুক্তি বিশেষজ্ঞ, উদ্যোক্তা, ব্লগার, বিপণনকারীসহ ওয়ার্ডপ্রেস সংশ্লিষ্ট সবার জন্যই এই আয়োজন।

ওয়ার্ডক্যাম্প ঢাকা একটি দিনব্যাপী সম্মেলন, যা ওয়ার্ডপ্রেস স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সংগঠিত হবে। এটি ওয়ার্ডপ্রেস ব্যবহারকারী, ডেভেলপার এবং আগ্রহী সকলকে একই ছাদের নিচে নিয়ে আসার একটি প্রয়াস।

ওয়ার্ডক্যাম্প ছাড়াও দেশে বিভিন্ন স্থানীয় মিটআপ আয়োজন করে থাকে বাংলাদেশের ওয়ার্ডপ্রেস কমিউনিটি। ওয়ার্ডক্যাম্প ঢাকা আয়োজনে নেতৃত্বস্থানীয় ভূমিকা রেখেছেন দেশের প্রযুক্তি খাতে পরিচিত মুখ হাসিন হায়দার।

অনুষ্ঠানটি ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নেওয়া ওয়ার্ডপ্রেস ও ওয়েব প্রফেশনালদের মোট ১৬টি সেশন থাকবে এ আয়োজনে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত