সালমান শাহ’র ৪৮তম জন্মদিন আজ

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০২ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০৬

বাংলাদেশের চলচ্চিত্র ভুবনের কিংবদন্তি অভিনেতা সালমান শাহ’র ৪৮ তম জন্মদিন আজ। ১৯৭১ সালের আজকের দিনে সিলেট জেলায় অবস্থিত জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি।

সালমান ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। দর্শকপ্রিয়তার শীর্ষে থেকে সালমান শাহ ঢাকাই চলচ্চিত্রকে সুদিন উপহার দিয়েছিলেন।

৪ বছরে ক্যারিয়ারে মাত্র ২৭টি সিনেমার নায়ক সালমান শাহ। এতো কম সংখ্যক সিনেমায় অভিনয় করেও নব্বই দশকে বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ নায়ক হয়ে উঠেছিলেন তিনি। তার সাবলীল অভিনয় নৈপুণ্যে জয় করেছিলেন কোটি মানুষের ভালোবাসা।

তবে ক্যারিয়ারের সেরা সময়ে মাত্র ২৪ বছর বয়সে ১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বর শুক্রবারের সকালে রহস্যজনক এক কারণে জীবন সংসারের ইতি টানেন সালমান শাহ।

এই নায়কের মৃত্যুর বিষয়ে আলোচনা সমালোচনা হলেও ভক্তরা আজও জানতে পারেনি তার মৃত্যুর কারণ। ২৩ বছর পরও এই জট না খুললেও মৃত্যুর এত বছর পরও সালমান শাহ আছেন ভক্তদের অন্তরে অন্তরে।