আগামীকাল উন্মোচন হবে আইয়ুব বাচ্চুর ‘রূপালি গিটার’

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৬:১৩

কিংবদন্তী সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে তার স্মরণে চট্টগ্রামে নগরীর প্রবর্তক মোড়ের গোলচত্বরে নির্মাণ করা হয়েছে ‘রূপালি গিটার’। চট্টগ্রামের সন্তান আইয়ুব বাচ্চুকে স্মরণে রাখতে এই আয়োজন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরশন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত গিটারের স্থাপনাটির পর্দা উন্মোচন করবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এদিকে, গত সোমবার আইয়ুব বাচ্চুর মৃত্যুবার্ষিকীর আগেই জনপ্রিয় এ শিল্পীর স্মৃতির স্মরণে ‘রূপালি গিটার’র কালো পর্দা সরিয়ে নেওয়া হলে তা একঝলক দেখার জন্য ভিড় জমান ভক্তরা। 

স্থাপনাটি ঘিরে নগরীর গোলপাহাড় মোড় থেকে প্রবর্তক মোড় পর্যন্ত চার লেইন বিশিষ্ট সড়কটি সৌন্দর্য বর্ধন, সবুজায়ন ও আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। অডিওস ইঙ্ক ও স্ক্রিপ্ট যৌথ উদ্যোগে এ সৌন্দর্য বর্ধনের কাজ করবে। তবে শুধু স্থাপনাই নয়, এটি দেখতে গেলে ভক্তরা জানতে পারবেন আইয়ুব বাচ্চুর সংক্ষীপ্ত জীবনীও।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত