‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর বিচারক সুস্মিতা সেন

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩১

ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া 'মিস ইউনিভার্স' প্রতিযোগিতার ৬৮তম আসরে অংশগ্রহণের লক্ষ্যে দেশে প্রথমবারের মতো ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর আসর বসতে যাচ্ছে। এ প্রতিযোগিতায় বিচারক হিসেবে দেখা যাবে সাবেক মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনকে।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর সোনারগাঁ হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন অনুষ্ঠানটির আয়োজকরা। 

বিচারক হিসেবে আরও থাকবেন অভিনেত্রী বিপাশা হায়াত, পালস্ হেলথ কেয়ারের ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা, মাহিন খান ও ফ্যাশন ডিজাইনার তুতলী রহমান। এই আয়োজনের গ্র্যান্ড ফিনালেতে প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন সুস্মিতা সেন। বিজয়ী প্রতিযোগীকে মুকুট পরিয়েও দেবেন তিনি।   

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করছে রিজ ইভেন্টস, অফ ট্র্যাক ও ট্রিলজি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত