বঙ্গবন্ধুকে নিয়ে গাইলেন নচিকেতা

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪৩

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা গানে কণ্ঠ দিলেন দুই বাংলার নন্দিত কণ্ঠশিল্পী নচিকেতা। সুজন হাজংয়ের লেখা গানটির সুর করেছেন যাদু রিছিল। সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু।

বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির, হাজার বছর ধরে, বঙ্গবন্ধু তুমি ভোরের সূর্য, উঠুক পৃথিবী জুড়ে- এমন কথার গানে কণ্ঠ দিলেন নচিকেতা। শনিবার কলকাতার লেক টাউন ফিউশন প্রো স্টডিওতে গানটির রেকডিং সম্পন্ন হয়।

নচিকেতা বলেন, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গান গাইতে পেরে আমি গর্বিত। যার ডাকে বাঙালি জাতি একাত্তরে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এবং স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। বঙ্গবন্ধুর মতো এত বড় মহান নেতার প্রতি এই গানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করতে পেরে একজন শিল্পী হিসেবে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।

গীতিকার সুজন বলেন, আমি বঙ্গবন্ধুর কথা এমনভাবে উপস্থাপন করেছি যেন নতুন প্রজন্ম তার সঠিক ইতিহাস জানতে কিংবা পড়তে আরো বেশি আগ্রহী হয়।

২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অ্যালবামটি প্রকাশ করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত