চাঁপাইনবাবগঞ্জে পাঁচ গুণী শিল্পীকে শিল্পকলা একাডেমির সম্মাননা

প্রকাশ : ২৬ আগস্ট ২০১৯, ১৫:৫৯

বাংলাদেশের শিল্প ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ সম্মাননা প্রদানের ধারাবাহিকতায় সংস্কৃতির ৫টি শাখায় অসামান্য অবদানের জন্য চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন গুণী শিল্পীকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০১৮ প্রদান করা হয়েছে।
 
সম্মাননাপ্রাপ্তরা হলেন মেহবুব রাজা (কন্ঠসঙ্গীত), সাইদুর রহমান (লোক সংস্কৃতি-গম্ভীরা গান), গিয়াস উদ্দিন (নাট্যকলা), রাসিদা খাতুন (আবৃত্তি) ও রণজিত কুমার নন্দী (তালযন্ত্র তবলা)।

সোমবার(২৬ আগস্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমির বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু ও পুলিশ সুপার মোজাহিদুল ইসলাম।

আলোচনায় বক্তারা বলেন, উন্নত সৃজনশীল জাতি গঠনে সুস্থ সাংস্কৃতিক চর্চার ধারা অব্যহত রাখতে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সর্বদা যথাযথ মূল্যায়ন করতে হবে। নিয়মিতভাবে শিল্পীদের উৎসাহ যোগাতে হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামণা করেন বক্তারা। সম্মাননাপ্রাপ্তরা তাদের অনুভুতি ব্যক্ত করতে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আকর্ষনীয় সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন স্থানীয় শিল্পীরা। ৬ষ্ঠ বারের মত আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক তাজকির-উজ-জামান, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সলসহ শিল্প, সংস্কৃতি, শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত