তিনি এই পথে গেলে প্রতিবার নেমে খেয়ে নিতেন

প্রকাশ : ১৬ আগস্ট ২০১৯, ১৬:৪৩

মেসবাহ সুমন

দিন টা এপ্রিলের ৮, সালটা ২০১২। 
নজরুল ভাইকে নিয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রের কাজে উত্তরবঙ্গ যাচ্ছি- কালিয়াকৈর থেকে মির্জাপুরের বড় রাস্তার পাশে একটা জায়গার ছোট্ট্র ভাতের হোটেল। ছোট মাছ রান্নার জন্য বেশ নাম করেছে। বিশেষ করে ড্রাইভারদের নিকট খুব পরিচিত। আমরা দুপুরে খাব বলে নেমেছি। কিছুক্ষণ পর আইয়ুব বাচ্চু ভাই এলেন। আইয়ুব বাচ্চু ভাই-এর কাছে এই হোটেল বিশেষ পরিচিত ছিল- তিনি এই পথে গেলে প্রতিবার নেমে খেয়ে নিতেন, কথায় কথায় জানালেন। অনেকক্ষণ কথা হলো, একসাথে ছবি তুললাম। ছবিটা খুব সম্ভব উজ্জ্বল তুলে দিয়েছিল।

আইয়ুব বাচ্চু, বাংলাদেশের ব্যান্ড সংগীতের অপ্রতিদ্বন্দ্বী তারকা। কষ্ট পুষে রাখা মানুষটির আজ জন্মদিন। বেঁচে থাকলে আজ তিনি পূর্ণ করতেন ৫৭, পড়তেন ৫৮তম বছরে। আইয়ুব বাচ্চুর গাওয়া ও সুর দেওয়া বহু গান টিকে থাকবে অনেক দিন, গানগুলোতে থেকে যাবে অকালে চলে যাওয়া ব্যান্ড সংগীতের এই শিল্পীর নাম। 
শুভ জন্মদিন আইয়ুব বাচ্চু। যেখানে আছেন ভাল থাকুন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত