x

এইমাত্র

  •  গত ২৪ ঘন্টায় করোনায় নতুন সংক্রমিত ২৬৬৬ জন, মৃত ৪৭ জন
  •  ইতালিতে ফের ছড়াচ্ছে করোনা, নতুন রোগীদের সিংহভাগ বাংলাদেশি
  •  মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু ৫ লাখ ৬৭ হাজার, আক্রান্ত ১ কোটি ২৮ লাখেরও বেশি
  •  সড়ক দুর্ঘটনা বেড়েছে ৫৬ শতাংশ, জুনে নিহত ৩৬৮
  •  আল-জাজিরায় সাক্ষাৎকার দেয়া বাংলাদেশি রায়হানের ভিসা বাতিল

এবার ঈদের নাটকে পূর্ণিমা

প্রকাশ : ০৮ আগস্ট ২০১৯, ১৯:০২

চলচ্চিত্রের জনপ্রিয় মুখ পূর্ণিমা। চলচ্চিত্রের পাশাপাশি বিশেষ দিনগুলোর জন্য টিভি নাটকে অভিনয় করেন তিনি। বিশেষত ঈদ উপলক্ষে নির্মিত নাটকগুলোতেই দেখা মেলে পূর্ণিমার।

জানা যায়, এবারের ঈদে মাত্র একটি নাটকে অভিনয় করেছেন পূর্ণিমা। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত নাটকের নাম ‘সাবলেট’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব।

পূর্ণিমা বলেন, চমৎকার একটি গল্প এবং ভাবনাটাও ইউনিক। গল্পটি দর্শকের মনে দাগ কাটবে অবশ্যই।

ঈদের ৫ম দিন রাত ৯টায় নাটকটি বাংলাভিশনে প্রচারিত হবে। এছাড়া সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে দেখা যাবে একই দিন রাত ১০টায়।

এদিকে পূর্ণিমা ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে দুটি সিনেমায় কাজ করছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত