x

এইমাত্র

  •  লকডাউনের সময়সীমা ২২-২৮ এপ্রিল পর্যন্ত বাড়লো
  •  ফোর্বসের তালিকায় ৯ বাংলাদেশি তরুণ
  •  ভাসানচর নিয়ে আল-জাজিরার প্রতিবেদন মিথ্যা: পররাষ্ট্রমন্ত্রী
  •  লকডাউনে থাকছে যেসব বিধিনিষেধ
  •  কাল থেকে সীমিত পরিসরে চলবে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট

বছর শেষে আতিকের ‘মানুষের বাগান’

প্রকাশ : ০৫ আগস্ট ২০১৯, ১৪:৩৯

প্রায় ১০ বছর পর এই বছরের শেষের দিকে নুরুল আলম আতিকের নতুন সিনেমা ‘মানুষের বাগান’ মুক্তি পেতে যাচ্ছে।

৪ আগস্ট (রবিবার) সামাজিক যোগাযোগের মাধ্যমে ছবিটির একটি পোস্টার প্রকাশ পেয়েছে। প্রকাশিত পোস্টারের আদলে নতুন চূড়ান্ত পোস্টার প্রকাশ করা হবে বলে জানা গেছে।

নুরুল আলম আতিক বলেন, সিনেমার কাজ শেষ হতে প্রায় দুই মাস লাগবে। শুটিং শেষ হয়েছে চলতি বছরের মাঝামাঝি সময়ে। সব ঠিক থাকলে বছরের শেষ দিকে শীতের সময় সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

এই সিনেমাতে অভিনয় করেছেন প্রসূন আজাদ, মনোজ কুমার, অর্চিতা স্পর্শিয়াসহ অনেকে।

টিভি ফিকশন নির্মাণ করে সাড়া ফেলেছিলেন এই নির্মাতা নুরুল আলম আতিক। এরপর ২০১০ সালে ‘ডুবসাঁতার’ নির্মাণ করে বড় পর্দায় আসেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত