সৌদি আরবে নিকি মিনাজের কনসার্ট

প্রকাশ | ০৪ জুলাই ২০১৯, ১৪:৫৯

অনলাইন ডেস্ক

রক্ষনশীল মুসলিম দেশ হিসেবে পরিচিত সৌদি আরবে দিনবদলের হাওয়া লেগেছে। নারীদের গাড়ি চালানোর অধিকার এবং স্টেডিয়ামে খেলা দেখার বৈধতা দেওয়ার মাধ্যমে দীর্ঘদিনের রীতিনীতিতে পরিবর্তন এনেছে দেশটি।

তবে এই দিন বদলের ধারায় এবার দেশটির জেদ্দা শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি আন্তর্জাতিক কনসার্ট। সেখানে প্রধান গায়ক হিসেবে থাকবেন মার্কিন র‍্যাপার নিকি মিনাজ।

আগামী ১৮ জুলাই কিং আবদুল্লাহ স্পোর্টস স্টেডিয়ামে ওই কনসার্টের আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত সৌদির নারীদের পরিধান করতে হবে আবায়া (এক ধরনের ঢিলেঢালা লম্বা পোশাক)।

তবে এ নিয়ে শুরু হচ্ছে বেশ কড়া সমালোচনা। অনেকেই মনে করছেন নিকির গানগুলো অশ্লীল ইঙ্গিতপূর্ণ। আর তাই সৌদিতে নিকির কনসার্ট ভালো চোখে দেখছেন না অনেকে।

সাহস২৪.কম/ইতু