x

এইমাত্র

  •  বৃষ্টির সময় ছেলেকে খুঁজতে বের হয়ে বাবাসহ ৯ জনের মৃত্যু
  •  করোনায় সারা বিশ্বে মৃতের সংখ্যা ৩ লাখ ৯৮ হাজার ৫৩৫ জন
  •  করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত ৬৮ লাখের অধিক, সুস্থ হয়েছেন ৩৩ লাখেরও বেশী
  •  যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি কোভিড রোগী আছে ভারত, চীনে: ট্রাম্প
  •  করোনাভাইরাসঃ বাংলাদেশে আরও ৩৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৬৩৫ জনের

অভিনয় ছাড়লেন 'দঙ্গলকন্যা' জায়রা

প্রকাশ : ৩০ জুন ২০১৯, ১৭:২৬

২০১৬ সালে আমির খানের সঙ্গে ‘দঙ্গল’ ছবিতে অভিনয় করেন জায়রা ওয়াসিম। অভিনয় দক্ষতায় অত্যন্ত প্রশংসিতও হয়েছিলেন তিনি। কিন্তু হঠাৎই অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন এ তরুণী।

ফেসবুক স্ট্যাটাসে এই সিদ্ধান্ত জানান ১৮ বছর বয়সী জায়রা। ধর্মীয় কারণ দেখিয়ে বলিউড ছাড়ার সিদ্ধান্ত তার। তিনি বলেন, ‘ধর্মের সঙ্গে আমার সম্পর্ক হুমকির মুখে।’

জায়রা ওয়াসিম তার লেখা শুরু করেছেন আনন্দের বার্তা দিয়ে। বলিউডে তার শুরুটাই অনেক ঝলমলে। তিনি নিজেই স্বীকার করেছেন যে, তিনি নতুন প্রজন্মের রোল মডেল হয়ে উঠছিলেন। কিন্তু তারপরও তিনি বলিউড ছেড়ে দিতে চান।

তিনি বলেন, পাঁচ বছর পর আজ আমি স্বীকার করছি, এই পরিচয় নিয়ে সত্যিই আমি আনন্দিত নই। এখানে হয়ত আমি থাকতে পারব, কিন্তু আমি আমার ঈমান থেকে অনেক দূরে চলে যাব। আমি আলোর পথে থাকতে চাই।

গত মার্চে ‘দ্য স্কাই ইন পিঙ্ক’ ছবির শুটিংও শেষ করেছেন তিনি। এতে জায়রার সঙ্গে অভিনয় করবেন প্রিয়ঙ্কা চোপড়া এবং ফারহান আক্তার।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত